KS Eshwarappa Says \'Won\'t Give Tickets To Muslims\' In Bengali: বেলাগাভি লোকসভা আসনের উপনির্বাচনে কোনও মুসলিম প্রার্থীকে টিকিট দেবে না বিজেপি। কর্নাটকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণমন্ত্রী কেএস এশ্বওয়ারাপ্পা বেলাগাভি উপনির্বাচনের প্রচারে গিয়ে এমন ধর্মীয় ভেদাভেদের মন্তব্য করে বসেন। \"হিন্দু সম্প্রদায়ের থেকে যে কোনও গোষ্ঠীর সদস্যকে দলের টিকিট দেওয়া যেতে পারে। তা সে লিঙ্গায়েত, কুরুবাস, ভোক্কালিগাস কিংবা ব্রাহ্মণ হতে পারে। তবে কোনও মুসলিম ব্যক্তিকে প্রার্থী করা হবে না।\" এহেন মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি মন্ত্রী কেএস এশ্বওয়ারাপ্পা।
#KSEshwarappa #BJP #LatestLYBangla